ফের কন্যা সন্তানের বাবা হলেন সাকিব

স্পোর্টস ডেস্কস্পোর্টস ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০১ এএম, ২৫ এপ্রিল ২০২০

দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪টা নাগাদ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সাকিবের স্ত্রী শিশিরের কোলজুড়ে আসে তাদের দ্বিতীয় সন্তান। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন।

২০১২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথম বাবা হন সাকিব। প্রথম কন্যার নাম রাখেন আলাইনা হাসান। ৫ বছর বয়সী অলাইনার জন্মও হয়েছিল যুক্তরাষ্ট্রে।

অসুস্থ্য অন্ত:সত্তা স্ত্রী শিশিরের পাশে থাকতে গেল মাসেই যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। ডাক্তারের দেয়া সাম্ভাব্য তারিখ অনুযায়ী সাকিব-শিশির দম্পতির কোল আলো করে এলো নতুন অতিথি।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :