কেউ যা করেনি এবার তাই করে দেখালেন আশরাফুল

স্পোর্টস ডেস্কস্পোর্টস ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০২০

করোনার এই দুর্যোগে নিজের ৩ মাসের বেতনের টাকা অসহায় মানুষের সহায়তায় দিলেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।

নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় নিজেকে থিতু করেছেন ২০১৮ সালে।

সেই ধারাবাহিকতায় এবার প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ৯১ ক্রিকেটারের তালিকায় জায়গা হয় তার। সে কারণে বিসিবি থেকে ক’দিন আগেই পেয়েছেন তিন মাসের বেতন। তবে সেই বেতনের পুরোটাই তিনি করোনাকালে অসহায়দের মাঝে দান করেছেন।

অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে শতক হাকানোর রেকর্ড গড়া ব্যাটটি নিলামে তোলার আগ্রহ জানিয়েছেন আগেই। আর সাবেক অধিনায়ক এবার জানালেন ব্যাটটির ভিত্তিমূল্য ১৫ লাখ টাকা নির্ধারণ করার ইচ্ছা তার।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :