ফেসবুকে ফেক প্রোফাইল দেখা হতেই দু’জন অজ্ঞান
স্টাফ রিপোর্টার:>>>
ফেসবুক এমন এক জায়গা যেখানে আছে বন্ধুত্বের হাতছানি।নিঃসঙ্গতা কাটাতে অনেকেই এর আশ্রয় নেন।এরকম এক সাধারন ঘটনা থেকে কীরকম কেলেঙ্কারি পরিনত হয়েছে তার কথায় শুনুন।
ভারতের বরেলিতে এক যুবক ও যুবতীর আলাপ হয় ফেসবুকে। এটা তো জত্রতত্রই হচ্ছে এ আর এমন কি ? কিন্তু এখানে একটু ব্যতিক্রম , দুজনেই খুলেছিলেন ফেক আইডি আর তাতেই জুটে যায় মনের মত এক বন্ধু … প্রথমে সাধারন কথা, বিভিন্ন আলাপ , সেই আলাপ ক্রমশ ঘনিয়েছে রসালো কথাবার্তায়। যেখানে দেদার এসেছে শরীর, মন, একাকীত্ব এবং আর যা যা এই সব চ্যাটের ক্ষেত্রে আসা উচিত। এর পরে যা হয় আর কী! দূরত্ব কি আর সয়? দু’জনে স্থির করেন, এইবারে দেখা করতেই হবে। শরীর-মন সব ছুটেছে পাগলা ঘোড়ার মতো। আটকাবে কে! আটকাল নিয়তি। আর কী-ই বা বলা যেতে পারে?
দেখা হতেই দু’জনের প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। এ কী দেখছেন চোখের সামনে! কাকে দেখছেন! মুখোমুখি দাঁড়িয়ে স্বামী-স্ত্রী। ফেসবুকে দু’জনেই ফেক প্রোফাইল খুলেছিলেন । দু’জনেই জানিয়েছিলেন, ‘‘আনম্যারেড’’।
পুলিশ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে। কী বলছে পুলিশ? যে অফিসারের তত্ত্বাবধানে বিষয়টি রয়েছে, মুচকি হেসে তিনি বলছেন, ‘‘ফেসবুকে তো আজকাল এমন বন্ধুত্ব হামেশাই হয়। কিন্তু কপাল পোড়া হলে পরিণতি এমন হয়।’