৪টি বাঘ ও ৩টি সিংহ করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টারস্টাফ রিপোর্টার
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫২ পিএম, ২৩ এপ্রিল ২০২০

নিউইয়র্কে ফের চারটি বাঘ এবং তিনটি সিংহের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) পাওয়া গেছে। রাজ্যটির ব্রনএক্স চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে। এর আগে এই চিড়িয়াখানাতেই একটি মালায়ন বাঘিনি ও ছ’টি বনবিড়ালের শরীরে কোভিড-১৯ এর লক্ষণ পাওয়া গিয়েছিল।

গত ৫ এপ্রিল নিউ ইয়র্কের এই চিড়িয়াখানার ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি এই খবর প্রকাশ্যে এনেছিল। সংস্থাটি চিড়িয়াখানাটির দেখভালের দায়িত্বে রয়েছে। তবে সবচেয়ে আগে একটি বনবিড়ালের শরীরে দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।

মার্কিন কৃষি বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ব্রংক্স চিড়িয়াখানায় এক কর্মী থেকে বাঘে সংক্রমণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। ওই চিড়িয়াখানার বেশ কিছু সিংহ ও বাঘের মধ্যে শ্বাসকষ্টের উপসর্গ দেখা গিয়েছে। জেনারেল অ্যানাস্থেশিয়া সম্পর্কিত ঝুঁকি থাকার ফলে অন্যদের পরীক্ষা করা যায়নি।

এর আগে, নিউইয়র্কের চিড়িয়াখানায় চার বছরের বাঘ নাদিয়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছিল। লক্ষণ প্রকাশ না পাওয়া কোনও চিড়িয়াখানার কর্মীর থেকেই বাঘটি আক্রান্ত হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের।

কেননা প্রাণীদের দেহ থেকে মানবদেহে করোনাভাইরাস সংক্রমিত হয় না বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু মানবদেহ থেকে তা ছড়িয়ে প্রাণীদের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে।

 

জিএসনিউজ/এমএইচএম/এএএন

আপনার মতামত লিখুন :