মেসেঞ্জারে ডার্ক মোড চালু করবেন যেভাবে

MD Aminul Islam
প্রকাশিত : ১১:১৭ এএম. ১৪ মার্চ ২০১৯

অবশেষে মেসেঞ্জারে এলো ডার্ক মোড। কিন্তু এখনও পর্যন্ত এটা গোপন রাখা হয়েছে। ফলে ব্যবহারকারী অনেকেই সুবিধাটি ব্যবহার করতে পারছেন না।

দেখে নিন কীভাবে ডার্ক মোড ব্যবহার করবেন-ফেসবুক মেসেঞ্জারের ডার্ক মুড চালু করতে হবে সুন্দর একটি ইমোজির মাধ্যমে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আপাতত একটি ইমোজি পাঠিয়েই ডার্ক মোড ফিচারের সুবিধা পাবেন।

বিশেষ কোনও অপশনের পরিবর্তে ইমোজির সাহায্যে চালু করার কারণেই মূলত এটাকে গোপন ফিচার বলা হচ্ছে।

আপনি ডার্ক মোড চালু করতে চাইলে প্রথমেই মেসেঞ্জার অ্যাপ আপডেট করতে হবে। এরপর মেসেঞ্জারে গিয়ে যেকোনও একটি চ্যাটে ক্লিক করতে হবে।

সেখানে মেসেজ লেখার জায়গায় পাঠাতে হবে একটি অর্ধেক চাঁদের ইমোজি। সেটি পাঠানো হলেই মেসেঞ্জারের ওপর থেকে ঝাঁকে ঝাঁকে অ্যানিমেটেড চাঁদ নেমে আসবে।

তারপরই সেটিংসে গিয়ে এই ডার্ক মোডটি চালু করার অপশন আসবে। সেখানে গিয়েই আপনি ডার্ক মোড চালু করুন।

প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে মেসেঞ্জারের ডার্ক মোড। অবশেষে চলতি মাসেই মেসেঞ্জারে নতুন এই সুবিধাটি চালু করলো বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

আপনার মতামত লিখুন :

এই বিভাগের সর্বশেষ