ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় নতুন ফিচার যোগ করেছে ফেসবুক

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৭ এএম, ২৫ আগস্ট ২০১৯

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় নতুন ফিচার সংযুক্ত করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আগামী মাসের মধ্যে এটি কার্যকর হবে।

ফেসবুক জানায়, ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা দিতে এ ফিচারের সংস্কার অব্যাহত থাকবে। এছাড়া গেলো বছর চালু হওয়া মেসেঞ্জারের সিক্রেট মেসেজ অপশনকে আরো কার্যকর করার পরিকল্পনা চলছে।

এদিকে ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনায় একাধিকবার জরিমানা দিয়েছে ফেসবুক।

বাংলাদেশের সামাজিক নেটওয়ার্ক ফেয়ার চ্যাটের পক্ষ থেকে বলা হয়, ব্যবহারকারীর তথ্য ফাঁসের কোন সম্ভাবনা নেই।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :