ফেনীতে বেকার যুবক-যুবতী ও চাকুরিজীবীদের জন্য সান্ধ্যকালীন প্রশিক্ষণ চালু করেছে জিএস ইনস্টিটিউট

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২০

উন্নত বিশ্বে NTVQF (National Technical and Vocational Qualifications Framework) পদ্ধতিতে স্কিল ট্রেনিং দেয়া হয়। এ পদ্ধতিটি বর্তমানে বাংলাদেশে চালু করা হয়েছে। এ পদ্ধতিতে কমপিটেনন্সি স্ট্যান্ডার্ড শিল্প কারখানার এমপ্লয়ারদের সহায়তা ও তাদের চাহিদা মোতাবেক প্রস্তুত করা হয়। ইন্ডাষ্ট্রি এক্সপার্টদের মাধ্যমে NTVQF এর আওতায় CBT&A পদ্ধতিতে প্রশিক্ষণ ও এ্যাসেসমেন্ট করানো হয়।

এ বিষয়ে ফেনীতে “জিএস ইনস্টিটিউট অফ আইটি” বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে বেকার যুবক-যুবতী ও চাকুরিজীবীদের জন্য সান্ধ্যকালীন কম্পিউটার প্রশিক্ষণ চালু করেছে।

সান্ধ্যকালীন কার্যক্রমের মধ্যে রয়েছে এডভান্স মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল অফিস ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল নথি তথ্য ই-ফাইলিং, ওয়েব পোর্টাল ম্যানেজমেন্ট, কম্পিউটার মেরামত: হার্ডওয়্যার এন্ড ট্রাবলস্যুটিং, ইন্টারনেট ব্রাউজিং।

গ্রেড এন্ড স্মার্ট টেকনোলজি লিমিটেডের নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ইউনুস বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের বেকার যুবক যুবতীদের NTVQF এর আওতায় স্কিল ট্রেনিং এর মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার জন্য NTVQF এর বিকল্প নাই। আইটি শিল্প মালিকরা CBT&A পদ্ধতিতে আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জনকারী উত্তীর্ণ প্রশিক্ষার্থীদের নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকে।

তিনি আরো বলেন, দেশের আইটি শিল্পে দক্ষ মানব সম্পদের চাহিদা পূরণের লক্ষ্যে ফেনীর সর্ববৃহৎ ও সর্বপ্রথম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান “গ্রেট এন্ড স্মার্ট টেকনলোজী লিঃ” এর সিস্টার কনসার্ন “জিএস ইনস্টিটিউট অফ আইটি” অত্যন্ত যত্নসহকারে অভিজ্ঞ ও সিবিটিএন্ডএ প্রােগ্রামে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক দ্বারা আইটি শিল্পে দক্ষ পেশাজীবী তৈরিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :