এলজিইডির পিডির হাতে প্রস্তাবনা তুলে দিলেন নবাবপুর ইউপি চেয়ারম্যান জহির

১০০ কোটি টাকার উন্নয়ন কাজের প্রস্তাবনা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪০ এএম, ১৯ অক্টোবর ২০২৪

সোনাগাজীর নবাবপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামীণ সড়ক,কালভার্ট ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সসহ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ১০০ কোটি টাকার উন্নয়ন প্রস্তাব এলজিইডির বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক সোনাগাজীর কৃতি সন্তান, ইন্জিঃআমিনুর রশিদ চৌধুরী মাসুদের হাতে তুলে দেন, নবাবপুর ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জহিরুল আলম।শনিবার নবাবপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামীণ সড়ক ও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সকে ঘুরে দেখানোর পর ইউপি চেয়ারম্যান লিখিত এই প্রস্তাবনা প্রকল্প পরিচালকের হাতে তুলে দেন।

প্রকল্প পরিচালক বন্যায় ক্ষতিগ্রস্ত নবাবপুর ইউনিয়নকে ৩টি প্রকল্পে ভাগ করে ১০০ কোটি টাকার উন্নয়ন বাস্তবায়ন করতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন এলজিইডি সোনাগাজী উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদ ও উপসহকারী প্রকৌশলীবৃন্দ।

আপনার মতামত লিখুন :