মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে ৮৫পাসপোর্টসহ এক বাংলাদেশি গ্রেপ্তার
জিএস অনলাইন ডেস্কঃ>>>
সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়া এলাকার একটি মিনি মার্কেটে বুধবারের এই অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে ৮৫টি পাসপোর্ট জব্দ এবং ১৬ হাজার ৬০০ রিঙ্গিত উদ্ধার করা হয়।
একই দিন ওই এলাকায় অভিযানে অন্তত ৭০ বাংলাদেশিসহ ১১৩ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলী জানিয়েছেন
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “একটি কোম্পানির মালিকানাধীন ওই মিনি মার্কেট এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে রি-হায়ারিং কার্যক্রম চালাচ্ছিল। নিবন্ধনের জন্য প্রত্যেক অবৈধ বিদেশি শ্রমিকের কাছ থেকে সাড়ে ৫ হাজার থেকে ৮ হাজার রিঙ্গিত নেওয়া হয়।” জব্দ করা পাসপোর্টগুলোর মধ্যে অধিকাংশই বাংলাদেশিদের বলে জানান তিনি।
মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণের জন্য রি-হিয়ারিং নামে একটি প্রকল্প ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি চালু করে দেশটির সরকার। ওই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে গত ৩০ জুন। এই সুবিধা নিয়ে যারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন তাদের বিরুদ্ধে অভিযান চলছে।
ইমিগ্রেশন পুলিশ পরিচালিত ‘মেগা-থ্রি’ নামের এই অভিযানে প্রতিদিনই অনেকে ধরা পড়ছেন। বুধবার সন্ধ্যা ৭টা থেকে চার ঘণ্টা সুবাং জায়া এলাকায় অভিযানে অভিবাসন বিষয়ক বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১১৩ জনের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নাগরিক রয়েছে।
অবৈধরা আগামী অগাস্টের মধ্যে স্বেচ্ছায় নিজের দেশে ফেরত না গেলে তাদের বিরুদ্ধে এই আইন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ।
মালয়েশিয়ায় এ বছর (২০১৮ সালে) বিভিন্ন দেশের ২১ হাজার অবৈধ অভিবাসী আটক করেছে অভিবাসন বিভাগ। এর মধ্যে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি রয়েছে।
আর ৩০ জুন রি-হায়ারিংয়ের মেয়াদ শেষে মধ্যরাত থেকে চলমান অভিযানে এ পর্যন্ত দুই হাজারের অধিক বিদেশি কর্মী আটক হয়েছে। তাদের মধ্যে পাঁচ শতাধিক বাংলাদেশি রয়েছে।