নুসরাতকে পুড়িয়ে হত্যার অন্যতম পরিকল্পনাকারী আটক

নুসরাতকে পুড়িয়ে হত্যা পরিকল্পনাকারীদের অন্যতম শরীফ আটক, মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির গাঁয়ে আগুন দেয়ার সময় গেট পাহারায় ছিল সে ।
বুধবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করেছে, এমন সংবাদ দিলে তিনি ওই ভবনের তিন তলায় যান।
সেখানে মুখোশধারী বোরকা পরিহিত ৪-৫ জন তাকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। সে অস্বীকৃতি জানালে গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু ঘটে।
জিএসনিউজ/এমএইচএম/এমএআই