বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন : ফরিদুর রহমান মিলন সভাপতি

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৫ পিএম, ২৮ নভেম্বর ২০২০

ছাগলনাইয়ার পৌর এলাকার বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে শনিবার।

বাঁশপাড়া ওয়ার্ডের পৌর কমিশনার হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিদ্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক মমতাজ বেগমের পরিচালনায় সভায় বাঁশপাড়া আইডিয়াল একাডেমীর সহকারি প্রধান শিক্ষক ফরিদুর রহমান মিলনকে সভাপতি, প্রধান শিক্ষক মমতাজ বেগমকে সদস্য সচিব এবং বিদ্যোৎসাহী সদস্য রেজাউল করিম শামীমকে সহ-সভাপতি করে ১১ সদস্যবিশিষ্ট স্কুল ম্যানেজিং কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৩ বছর বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাবিবুর রহমান মজুমদার, আবু তাহের মজুমদার, নাজমুল হোসেন কফিল, রিক্তা বোস, মোহাম্মদ ইলিয়াছ, আবুল কাশেম সোহাগ, জাহেদা আক্তার ও চন্দনা রানী সূত্রধর।

 

আপনার মতামত লিখুন :