ছাগলনাইয়ার ঘোপালে সায়েমা ওয়াজেদ পুতুলের জন্মদিন পালন করল যুবলীগ

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:২২ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০
nor

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. ওয়াজেদ মিয়ার কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন পালন করেছে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন যুবলীগ।

বুধবার (৯ ডিসেম্বর) রাতে ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে জন্মদিনের কেককাটাসহ সায়মা ওয়াজেদ পুতুলের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামশেদ আলমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য শেখ আনোয়ার করিম।

এসময় অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিজ ভুঁইয়া ও মোঃ ছাদেক হোসেন, প্রচার সম্পাদক মোস্তফা জানু, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মিনার হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি, সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

১৯৭২ সালের এদিনে জন্মগ্রহণ করেন সায়েমা ওয়াজেদ পুতুল।

 

 

আপনার মতামত লিখুন :