ভবিষ্যতে ঋণখেলাপিদের পরিচয় প্রকাশ করা হবেঃ অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ>>>
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ঋণখেলাপিরা জাতির ভয়ঙ্কর ক্ষতি করছেন। যে টাকাটা অন্যখানে বিনিয়োগ করা যেত, তারা না দিয়ে গুম করে দেন। ঋণখেলাপিদের তালিকা জাতীয় সংসদে কয়েক দফায় আমরা প্রকাশ করেছি। ভবিষ্যতেও এ তালিকা জন সম্মুখ্যে প্রকাশ করা হবে।
সংসদের ২০তম অধিবেশনে গতকালের বৈঠকে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী তার প্রশ্নে বলেন, ব্যাংক থেকে যারা ঋণ নেয়, সে ঋণ নেয়ার সময় যে সম্পদ দেখায়, তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা নিয়ে লুটপাট করে তারা বিদেশে পাচার করেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং নাম প্রকাশ করার উদ্যোগ নেয়া হবে কিনা?
জবাবে অর্থমন্ত্রী বলেন, ঋণখেলাপিদের তালিকা কয়েক দফায় জাতীয় সংসদে প্রকাশ করা হয়েছে। সংসদ সদস্যরা লিস্ট দেখতে চেয়েছেন। আমি সেভাবে কয়েকবার ঋণখেলাপিদের নাম দিয়েছি তাদের কাছে। তবে তাদের নাম-ঠিকানা খবরের কাগজে (পত্রপত্রিকায়) প্রকাশের চিন্তা কখনো করিনি। বিষয়টি এখনো ভেবে দেখিনি। তবে নিশ্চয়ই এমন কিছুই করা উচিত। এ প্রস্তাবটি বিবেচনার উপযুক্ত বলে মনে করি। ভবিষ্যতে এটি বিবেচনা করা যেতে পারে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাজেরা খাতুনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে জাতিসংঘের প্রদেয় বিভিন্ন চাঁদার হার ২০২৭ সালের পর পর্যায়ক্রমে বাড়বে। এছাড়া স্বল্পোন্নত দেশের জন্য জাতিসংঘের এলডিসি ফান্ড থেকে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ দেশের জন্য গ্রিন এনভায়রনমেন্ট ফান্ড থেকে দেয়া সুবিধার পরিমাণ হ্রাস পাবে।