গাজীপুরে ভোটগ্রহণ শুরু

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৩ এএম, ২৬ জুন ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

গাজীপুর সিটি করপোরেশনের (জিএসসি) ৫৭ টি ওয়ার্ডের ৪২৫ টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৬জুন) সকাল 8 টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে একাত্তর বিকেল ৪ টা পর্যন্ত

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার সমন্বয়কারী তারেক আহম্মেদ জানায়, সকাল 8 টা থেকে বিকেল 4 টা পর্যন্ত বিরতিহীনভাবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলবে। জিসিসি ৫৭ টি ওয়ার্ডে ৪২৫ টি ভোটকেন্দ্রে ২ হাজার ৭১৬ টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৫৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ছয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ছয়টি কেন্দ্রগুলি- চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র -১, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র -১ এবং রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র- ২।

তিনি আরো বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা রয়েছে, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য মজিস্ট্রেট। এটি হচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন।

এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জিসিসি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন

আপনার মতামত লিখুন :