গাজীপুরে ভোটগ্রহণ শুরু
স্টাফ রিপোর্টার:>>>
গাজীপুর সিটি করপোরেশনের (জিএসসি) ৫৭ টি ওয়ার্ডের ৪২৫ টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬জুন) সকাল 8 টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে একাত্তর বিকেল ৪ টা পর্যন্ত
গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার সমন্বয়কারী তারেক আহম্মেদ জানায়, সকাল 8 টা থেকে বিকেল 4 টা পর্যন্ত বিরতিহীনভাবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলবে। জিসিসি ৫৭ টি ওয়ার্ডে ৪২৫ টি ভোটকেন্দ্রে ২ হাজার ৭১৬ টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ৫৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ছয়টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ছয়টি কেন্দ্রগুলি- চাপুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র -১, মারিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২, রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র -১ এবং রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র- ২।
তিনি আরো বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা রয়েছে, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য মজিস্ট্রেট। এটি হচ্ছে গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন।
এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জিসিসি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন



