গাজীপুরে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০৬ পিএম, ২৬ জুন ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

একটি কেন্দ্রে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষসহ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। কিছুক্ষণের মধ্যই শুরু হবে গণনা। ফলাফলের অপেক্ষায় রয়েছেন দুই মেয়র প্রার্থীর সমর্থকরা।

 

মঙ্গলবার সকাল ৮টা থেকে সিটি কর্পোরেশনের ৪২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। জাল ভোট-ব্যালট পেপার ছিনতাই আর কারচুপির অভিযোগে সাতটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

 

নির্বাচন চলাকালীন বিএনপি অভিযোগ করেছে, দুই শতাধিক কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। অন্যদিকে এই অভিযোগ বিএনপির ‘চিরাচরিত অভ্যাস’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

আপনার মতামত লিখুন :