নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সরকারের ব্যাপার আমাদের দায়িত্ব নয়: নুরুল হুদা

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৯ পিএম, ০৭ অক্টোবর ২০১৮

নিজস্ব সংবাদদাতাঃ>>>

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সরকারের ব্যাপারে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না। আগামী নির্বাচনের তফসিল এখনও ঠিক হয়নি। এটা আরও পরে ঘোষণা হবে। ডিসেম্বরে নির্বাচন হবে সরকারের জনৈক মন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের পশ্নের জবাবে সিইসি বলেন, এমনটা আমরা এখনো বলি নাই। উনারা যদি বলেন এটা হয়ত উনাদের হিসাব মত বলেছেন।

 

 

শনিবার বিকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় ইভিএম মেশিন প্রদর্শনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার করা হবে, তবে তা সব কেন্দ্রে না, প্রথমে সীমিত আকারে শুরু করতে চাই আমরা। তিনি বলেন, যেখানে নির্ভুল হবে সেখানে ইভিএম ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে কোন ত্রুটি পরীলক্ষিত হলে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সিইসি আরও বলেন, যারা নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তার এসে এর ব্যবহার দেখে যাক। আমার বিশ্বাস দেখার পর তারা এই বিষয়ে আশ্বস্ত হবেন।

 

 

এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে সুনামগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ঐতিহ্যবাহী কুস্তি খেলার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশিনার। খেলায় গৌরারং ইউনিয়নেকে হারিয়ে বিজয়ী হয় সাচনাবাজার ইউনিয়ন কুস্তিদল। এ সময় প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :