সোনাগাজীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ’র গনসংযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫০ পিএম, ১৬ মার্চ ২০১৯
ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ দীন মোহাম্মদ শুক্রবার বিকেলে সোনাগাজী ইউনিয়ন ও পৌর শহরে গনসংযোগ করেন। গনসংযোগকালে লিপলেট বিতরন করেন এবং টিউবওয়েল প্রতিকে একটি ভোট ভিক্ষা দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ।

তিনি বলেন, উপজেলায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনাদের ভোট চাই। এসময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে সোনাগাজী ইউনিয়নের তেমুহানি, চর খোয়াজ , মনগাজী এবং পৌরসভার চর গনেশ, কলেজরোড, উত্তর চর ছান্দিয়া, তুলাতুলি গ্রামে গনসংযোগ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ সভাপতি এমএ মজিদ ভুলূমিয়া , সোনাগাজী ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন, দপ্তর সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা শ্রমীকলীগের সভাপতি মো. মোশারফ হোসেন , পৌর আ.লীগ নেতা নিজাম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, চতুর্থধাপে আগামী ৩১মার্চ সোনাগাজী উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে জহির উদ্দিন মাহমুদ বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় এ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দ্বিমুখী লড়াই হচ্ছে দীন মোহাম্মদ ও সাখাওয়াত হোসেন এর মধ্যে।

আপনার মতামত লিখুন :