উপজেলা নির্বাচনে একটা খারাপ অভিজ্ঞতা আছে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেন, ‘স্থানীয় সরকারের এই নির্বাচনে আমরা অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করেছি। যদিও একটা খারাপ অভিজ্ঞতা আছে। তবে এর জন্য আমরা কেউ দায়ী নই। বড় সব রাজনৈতিক দলের অনেকে এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ফলে নির্বাচন যেভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক বা প্রতিযোগিতামূলক হওয়ার কথা ছিল, তা হয়নি।’
তিনি বৃহস্পতিবার বিকেলে ফেনী সার্কিট হাউজে উপজেলা নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণ না করা আমাদের বিষয় না। সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু আমরা যাদের নিয়ে কাজ করব, তাঁরা যেন নির্বাচনগুলো সুষ্ঠু, প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সেদিকে আমরা কঠোর নজর রেখেছি । আমার মনে হয়, আমরা সফল হয়েছি। যে নির্বাচনগুলো ইতিমধ্যে হয়েছে, তার সবগুলোই সুষ্ঠুভাবে হয়েছে।’
এরপর সিইসি প্রায় এক ঘণ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই বৈঠকে ফেনীর যে কয়টা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তার সবগুলোতে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়; সে বিষয়ে নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: ওহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এএসএম জাহাঙ্গীর আলম সরকার, রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক পিকে এনামুল করিম,, জেলা নির্বাচন কর্মকর্তা আবু নাসের পাটোয়ারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
এই সভায় নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদ্দেশে নুরুল হুদা বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য যদিও প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের হাতিয়ার। কিন্তু আমরাই আবার সবকিছু না। সবকিছু হলো ভোটার, জনগণ। জনগণকে নির্বাচনে সম্পৃক্ত করে আইনগতভাবে নির্বাচনে যে নিয়ম কানুন আছে, সেগুলো প্রয়োগ করে প্রতিযোগিতামূলক ভাবে নির্বাচন অনুষ্ঠানে যার যে দায়িত্ব আছে তা পালন করবেন।
জিএস নিউজ/এমএইচএম