ফেনীতে ভোট কেন্দ্র ফাঁকা!

ফেনীতে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে, তবে ভোট গ্রহনের শুরিুতে সকাল আটটায় কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি হাতে গননা করা মত। ফেনী সদরের কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের কোন লাইনের দূশ্য দেখা যায়নি।
জেলা চারটি উপজেলার মধ্যে ফেনী সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহন চলছে। এই উপজেলায় শুধুমাত্র চেয়ারম্যান পদে দুই প্রার্থী মধ্যে প্রতিদন্ধিতা চলছে। অপর তিন উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহন হচ্ছে।
সদরে ভোটারদের মাঝে ইভিএম নিয়ে সংশয় কেটেছে এবং ইভিএমে ভোট দেওয়ায় অনেক সন্তোষ প্রকাশ করেন।