ফেনীতে তিন ঘন্টায় একবুথে ১ ভোট!

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২২ পিএম, ৩১ মার্চ ২০১৯

ফেনী জেলার চারটি উপজলো পঞ্চম উপজলো পরিষদ নির্বাচনে  চুর্তথ ধাপের ভোট গ্রহণ চলছে  ফেনী  সদর উপজেলায় চলছে ইভিএমে ভোট গ্রহন ।

বেলা সাড়ে এগারটা পযন্ত ফেনী শহরে ও তার আশ পাশরে বেশী কয়কেটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটগ্রহণ র্কমর্কতা/র্কমচারী ও আইনশৃঙ্খলা বাহনিীর সদস্য ছাড়া কেউ নেই। এমনকি নৌকা ছাড়া অন্য র্প্রাথীদরে এজন্টেও খুঁজে পাওয়া যায়নি এসব ভোট কেন্দ্রে।

এ সব  ফাঁকা কন্দ্রেগুলোতে ভোট গ্রহণরে দায়ত্বিে নয়িোজতিরা খোশগল্প করে সময় কাটাচ্ছনে।

 

ঘড়ির  কাটায়  সকাল এগারটা। ফেনী শহররে আলীয়া মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রের মাঠ পুরোটাই ফাঁকা। দায়ত্বিরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে ভোটার না থাকায় অলস সময় পার করছ।কেন্দ্রে ভেতরে প্পরবেশের পর দেখা গেলো   মাদ্রাসায় বিভিন্ন কক্ষে  সাতটি বুথ ।

শহররে মধ্যে সবচয়েে বেশী ভোটাররে ভোটকন্দ্রে এটি এখানকার মোট ভোটার দুই হাজার ৭১০টি বেলা ১১টা র্পযন্ত তিন ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়ছেে মাত্র ৬১টি।

 

 

এই কন্দ্রেরে প্রিসাইডিং র্কমর্কতা মতিউর  রহমান জিএসনিউজকে  এই তথ্য জানয়িে বলনে,তার কেন্দ্রে এখন পযন্ত ভোটার উপস্থিতি  কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়তে পারে বলে তার ধারনা ।

 

শহরের প্রান কেন্দ্র ফেনী সরকারী বালকিা বিদ্কযালয় কেন্দ্র। এই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা  সুমন ঘোষ। তার কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩২৪ জন। সবাই মহিলা । বেলা পৌনে সাড়ে ১১টা র্পযন্ত তার কেন্দ্রে ভোট পড়ছেে ৩০টি তার কেন্দ্রে ভোটার উপস্থতিি কম।

ওই কেন্দ্রে তিন নং  বুথের সহকারী প্রিসাইডিং অফসিার হারাধন বর্মন জানান, সকাল থকেে এই পযন্ত কেবল একজন ভোটার ভোট দিয়েছেন ।

 

এই স্কুলে আরকেটি কেন্দ্রে প্রিসাইডিং  র্কমর্কতা রিদোয়ানুল কবরি। তার কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩১৫ জন। সবাই পুরুষ ভোটার। বেলা সোয়া এগারটা র্পযন্ত তার কেন্দ্রে ভোট পড়ছেে ৭০টি।

ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের  একজন আনোয়ারুল । তিনি বলেন , কেন্দ্রে ভোটার নাই, বসে থকেে কাজ নাই। কেন্দ্রে ভোটার না থাকায় অলস সময় পার করছি আমরা।

 

 

ফেনী জেলার ৪টি উপজলোয় সকাল ৮টা থকেে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই সব উপজলোয়  ৯৫ ভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থতিি একবারেই কম।

 

এই প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব , রিটানিং  অফিসার পিকে  এনামুল করিম জিএসনিউজকে বলেন  এত সল্প সময় ভোটারদরে উপস্থতিি কমে হতাশ নয়, বেলা আরো বাড়ার সঙ্গে সময় ভোটাররো ভোট কেন্দ্রে আসবনে ।

ফেনী সদর উপ‌জেলা আনারস মার্কার প্রার্থী আজহারুল হক আরজু

এদিকে ফেনী সদর উপ‌জেলা  আনারস মার্কার প্রার্থী আজহারুল হক আরজু ফেনীর ভোটের চিত্র তুলে ধরতে গিয়ে অভিযোগ করে  বলেন রাতের আধারে কেন্দ্রে ভোট হওয়ার চাইতে ও জঘন্য উপায়ে ভোট গ্রহন চলছে। তিনি আরও বলেন ইভিএম মাধ্যেমে চলছে ভোট ডাকাতির মহাউৎসব। তিনি আরও বলেন কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

উল্লেখ্য, পঞ্চম উপজেলা নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৮ জুন পঞ্চম ও শেষ ধাপের ২১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :