ভোটারদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছিঃ মাহবুব তালুকদার

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০১৯
নির্বাচন কমিশার  মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, নির্বাচনী বিষয়ে অনাস্থা থেকে নির্বাচন অংশগ্রহণকারী হচ্ছে না। যে কারণে আমরা ভোটারদের আস্থা অর্জন করেছি ব্যর্থ, সেগুলির কারণ খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এমতাবস্থায় ভোটারদের উপর দায় চাপানো ঠিক নয়। গত দুই বছরে যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনের আত্মসমালোচনা প্রয়োজন। যে সব নির্বাচনে ভুল ভুল হয়েছে, সেগুলি পুনরাবৃত্তি বন্ধ করুন।

গতকাল  রোববার (৩১ মার্চ) নির্বাচন ভবনের ইসি কার্যালয়ে এক লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুব তালুকদার বলেন, অনেকের মতে উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশন ঘুরে দাঁড়িয়েছে। প্রশ্ন জাগে, কতদূর যাওয়ার পর এই ঘুরে দাঁড়াবার বোধদয় ঘটলো? উপজেলা নির্বাচনে বিভিন্ন কেন্দ্র বন্ধ করা এবং অনিয়মের জন্য পুলিশ ও অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, জাতীয় নির্বাচনের সময় এহেন তৎপরতা দেখা যায়নি কেনো? এই জিজ্ঞাসার জবাব খুঁজলে একাদশ জাতীয় নির্বাচনের প্রকৃত স্বরূপটি উদঘাটিত হবে।

তিনি বলেন, নির্বাচন বা ভোটদানে জনগণের যে অনীহা পরিলক্ষিত হচ্ছে, তাতে জাতি এক গভীর খাদের দিকে অগ্রসরমান।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই নির্বাচন। নির্বাচন বিমুখিতা গণতন্ত্রের প্রতি মুখ ফিরিয়ে নেওয়ার নামান্তর। আমরা গণতন্ত্রের শোকযাত্রায় সামিল হতে চাই না। রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখা প্রয়োজন।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :