বান্দরবানের লামায় আগুন লেগে ৩১ দোকান পুড়ে গেছে ।

স্টাফ রিপোর্টার:>>>
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া বাজারে আগুন লেগে ৩১টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে। আগুনে দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবেদ আলী জানান, ভোরে তার দোকানের নিচ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত বাজারের অন্য দোকানে ছড়িয়ে পড়ে। ভোরে আগুন লাগায় ব্যবসায়ীরা কোন মালামার রক্ষা করতে পারেনি।
স্থানীয় ইউপি মেম্বার মো. শাহ আলম জানান, লামার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলেও আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারেনি। পরে আলীকদম থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনে।
লামা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নয়ন জীব চাকমা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি জানান, আগুনে দোকানদারদের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।