ট্রাক- বাস সংঘর্ষে নিহত ৬

স্টাফ রিপোর্টারঃ>>>
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের গাঙ্গরা নামক স্থানে চলন্ত ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।নিহতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে পাঁচটার দিকে উপজেলার জগন্নাথ দিঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরো বলেন, ‘বাসটি খুলনা থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফে যাচ্ছিল। গাঙরা এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’
আহতদের মধ্যে কয়েকজনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এদিকে হাইওয়ে থানার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় পরিদর্শক মনজুর আলমের বরাত দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো একজন মারা যান।
দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। লাশগুলোও সেখানে আছে। নিহতদের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানানো হয় থানার পক্ষ থেকে।
এদিকে নিহতদের প্রত্যেকের পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও তাঁর সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।