‘স্যার, এখান থেকে চলেন’

নিজস্ব প্রতিবেদক:>>>
ঘুটঘুটে অন্ধকার ভবন থেকে মুহুর্মুহু আগুণের ঝলকানি। ভেতরে বোমা বিস্ফোরণের মতো বিকট শব্দ। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় এমন দৃশ্য দেখেছে স্থানীয়রা। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলেও সম্পূর্ণ নিভতে সময় লাগে আরও বেশি। কিন্তু এরই মধ্যে শুরু হয় উদ্ধার অভিযান। তবে ততক্ষণে বহু মানুষ পুড়ে অঙ্গার। একে একে বের করা শুরু হয় মৃতদেহ।
ওয়াহেদ ম্যানশনের দেয়াল ধসে রাস্তায় পড়েছে। ভবনটির উল্টো পাশের ভবনে একটি হোটেল। ওই ভবনের সামনের অংশও খসে পড়েছে। খসে পড়া ইটের নিচ থেকে পুড়ে যাওয়া মৃতদেহ বের করতে থাকেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এমন সময় সেখানে হাজির হন স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিম। দূর থেকে এসব দৃশ্য দেখছিলেন অনেকে। কেউ কেউ এই মর্মান্তিক দৃশ্য দেখে কাঁদছিলেন।
এমন সময় গলির উল্টো পাশ থেকে বলতে শোনা যায় ওই ভবনেও আগুন লেগেছে। উপরে দেখা যায় ছয় তলা ভবন থেকে আগুনের আভা বের হচ্ছে। হাজি সেলিমের সঙ্গীরা বলতে থাকেন, ‘স্যার, এখান থেকে চলেন, যেকোনো সময় ভবন ভেঙে পড়তে পারে।’ পরে অন্য পাশে সরে যান হাজি সেলিম ও তার সঙ্গীরা।