বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

স্টাফ রিপোর্টার:>>>

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে গাড়ির ধাক্কায় মাইক্রোবাসের এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। আহত হয়েছে, মাইক্রোবাসের আরও পাঁচ যাত্রী। আজ শনিবার ভোররাত চারটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের (টাঙ্গাইলের দিকে) সংযোগ সড়কে হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম সৈয়দ শাহ জামাল। তিনি একজন আইনজীবী ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, হতাহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল মাইক্রোবাসটি। ঘটনাস্থলে পৌঁছালে অন্য একটি গাড়ি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। তবে সেটি ব্যক্তিগত কোনো গাড়ি, বাস না ট্রাক তা তিনি জানাতে পারেননি।

ওসি জানান, নিহত চালকের পরিচয় জানা যায়নি। আহত পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :