পদুয়া গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭

ফেনী সংবাদদাতা:>>>
ফেনী সদরের ধমর্পুর ইউনিয়নের পদুয়া গ্রামে আমেরিকান প্রবাসী মোহাম্মদ নবী উল হক বাবুলের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর করেছে। এতে ওই পরিবারের চার সদস্য গুরুত্বর আহত হয়েছে।

 

গত বিশ ডিসেম্বর রাত আটটায় দিকে তার দুর্বৃত্তরা এ ঘটনা ঘটনায় ।আহতরা ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।পরিবারটি বতমানে আতংকের মধ্যে দিনাতিপাত করছে বলে অভিযোগে জানা গেছে।

 

এই ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর ফেনী মডেল থানা এসআই ফারুকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পরিদশনে যায়।

 

আমেরিকা প্রবাসী, ধমর্পুর ইউনিয়ন দুই নং ওয়াড বিএনপির সাবেক সাধারন সমপাদক মোহাম্মদ নবী উল হক বাবুলের ছোট ভাই মীর সাঈদুল হক কামরুল বাদী হয়ে এ ব্যাপারে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

থানায় দায়ের কৃত লিখিত অভিযোগে কামরুল উল্রেখ করেন, ঘটনার সময় তিনি ও তার সএী আফরোজা আক্তার সহ তার ছোট বোন আরজু আক্তার ও আরজুর স্বামী শেখ মাঈন উদ্দিন নিয়ে ঘরের পার্শ্বে পুকুরের ঘাটলায় বসে পারিবারিক কথা বলার সময় দূবৃত্তরা বাড়িতে প্রবেশ করে।

 

এই সময় তাদের পরিচয় জানতে চাইলে দূবৃত্তরা তাদের উপর হামলা শুরু করে। এতে তারা সবাই আহত হয়ে আতরক্ষায় জন্য বসত ঘরে ঢুকে পড়ে। এই সময় দুর্বৃত্তরা ঘর ভাংচুর চালায় । এতে ঘরের দরজা জানালা ও আসবাবপএ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।

 

দুর্বৃত্তরা যাওয়ার সময় তার বড় আমেরিকা প্রবাসী মোহাম্মদ নবী উল হক বাবুল হতে পাচ লাখ টাকা তাদের জন্য ঘরে এনে রাখতে বলে যায়। অন্যথায় তাদেরকে পরিবারের সদস্যদেরকে ঘরে পুড়িয়ে হত্যা করা হবে হুমকী দেয়।

 

ফেনী মডেল থানার এসআই ফারুক মিঞা বলেন, এই ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার পর ঘটনাস্থলে তদন্ত যাই। হামলার ঘটনার সত্যতা মিললেও ঘটনা সঙ্গে জড়িতদের কোন পরিচয় এ পযর্ন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :