ফেনীতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক,অভিযান অব্যাহত রেখেছে ফেনী জেলা প্রশাসন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২০ এএম, ২০ মার্চ ২০১৮

ফেনী প্রতিনিধি:

মাদক ব্যবসার মূল হোতাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ফেনী জেলা প্রশাসন। সোমবার ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ফেনী। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

অভিযান পরিচালনা করা হয় মধ্যম মটুয়ার আবু সৈয়দের বাড়িতে। অভিযানের সময় মটুয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. আবুল কাশেম প্রকাশ ফেন্সি কাশেম (৫৫) ৯৮ বোতল ফেনসিডিলসহ আটক হন। ফেন্সি কাশেম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রণীত মাদক ব্যবসায়ীদের দুটি তালিকারই তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। প্রথম তালিকার ১৭নং ক্রমিকে ও দ্বিতীয় তালিকার ২৩নং ক্রমিকে ফেন্সি কাশেমের অবস্থান। আবুল কাশেমের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইকবালুর রহমান ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :