সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকার লেনদেন, দুই ব্যবসায়ীকে দুদকে তলব

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৪ এএম, ২৬ এপ্রিল ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন লক্ষ করে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে তলব করেছে সংস্থাটি। কিন্তু সংস্থাটির কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে দায়িত্বশীল একটি সূত্র জিএস নিউজ প্রতিনিধি কে এ তথ্য নিশ্চিত করছেন।

 

দুদকের গণমাধ্যম শাখা জানিয়েছে, মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা নামের দুই ব্যবসায়ীকে তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। ৬ মে সকাল নয়টায় তাঁদের দুদকে হাজির থাকতে বলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে চার কোটি টাকা ঋণ নিয়েছেন ওই ব্যবসায়ীরা। পরে ওই টাকা ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

সূত্র থেকে জানা যায়, গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি হচ্ছেন সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা।

আপনার মতামত লিখুন :