ভুয়া সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৯ পিএম, ২৭ জুন ২০১৮

নিজস্ব প্রতিনিধিঃ>>>

মহান মুক্তিযুদ্ধের সম্মান ও মর্যাদা রক্ষার স্বার্থে ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ’আমাদের সংঘ সামাজিক সাংস্কৃতিক সোসাইটি’। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে।

 

 

 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সাধারণ জনগণ মনে করি মহান মুক্তিযুদ্ধে সম্মান-মর্যাদা রক্ষার স্বার্থে ভুয়া সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে, জাতি কলঙ্কমুক্ত হবে না কখন ও। তাই বর্তমান সরকারের উচিত ভুয়া মুক্তিযোদ্ধাদের অবিলম্বে চাকরি থেকে বহিষ্কার করা এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে আইনের কাছে হস্তান্তর করা।‘

 

বক্তারা এক উদাহরণ টেনে বলেন বলেন, ‘শিক্ষা প্রকৌশল অধিদফতরের পদস্থ একজন কর্মকর্তা ভুয়া মুক্তিযোদ্ধা। তিনি বহু দুর্নীতির সঙ্গে লিপ্ত। ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেশবাসী তা অবগত আছেন। কিন্তু তিনি যেন কোনো অদৃশ্য সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। আমরা মনে করি এমন সব মানুষের বিরুদ্ধে সরকারের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।‘

 

আয়োজক সংগঠনের সভাপতি বাহরানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম জলিল, ন্যাপ ভাসানীর সভাপতি মোস্তাক আহমেদ, জনতা ফ্রন্টের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।

সুত্রঃ জাগো নিউজ ২৪ ডটকম

আপনার মতামত লিখুন :