এশিয়ান টিভিতে নিয়োগ পেলেন হাবিব সুমন

ফেনী প্রতিনিধিফেনী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:২০ পিএম, ১৪ জানুয়ারি ২০২০

দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এশিয়ান টিভির ফেনী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী হাবীব উল্যাহ সুমন।

চ্যানেলটির প্রধান কার্যালয়ে আজ তার হাতে নিয়োগপত্র তুলে দেন মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ শেখ কাদির।

হাবিব সুমন ইংরেজী দৈনিক ‘দ্যা নিউজ টুডে’তেও কর্মরত আছেন। তিনি ফেনীর সাপ্তাহিক শমসের নগর এর নির্বাহী সম্পাদক ও দৈনিক দূর্বারের বার্তা সম্পাদক। ইতোপুর্বে তিনি সাপ্তাহিক মুহুরী’র দাগনভূঞাঁ প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার এবং বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন।

উল্লেখ্য কাজী হাবিব সুমন কাজী সিরাজুল ইসলাম (রহঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কৌশল্যা ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য। তিনি ফেনীর দাগনভুইয়ার সিন্দুরপুর ইউপির রঘুনাথপুর কাজী বাড়ীর মরহুম কাজী সিরাজুল হকের ( কাজী সিরাজ) মেঝো ছেলে। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

জিএসনিউজ/এমএইচএম/এমএআই

আপনার মতামত লিখুন :