ফেনীতে জাতীয় দৈনিক সময়ের আলো’র প্রথম বর্ষপূর্তি উদযাপন

ফেনী প্রতিনিধিফেনী প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৬ পিএম, ০২ মার্চ ২০২০

সর্বস্তরের পাঠকদের ভালোবাসায় সিক্ত দৈনিক সময়ের আলো’র প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে পত্রিকাটির ফেনী ব্যুরো অফিস।মকেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে সোমবার ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সময়ের আলো’র ফেনী প্রতিনিধি মাঈন উদ্দিনের এর সঞ্চালনায় অনুষ্ঠান উদযাপিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক যতন মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বি কম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর আওয়ামিলীগের সভাপতি আইনুল কবির শামীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ গোলাম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার -(সদর) মোঃ আতাউর রহমান।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এন এন জীবন, স্টারলাইন গ্রুপের পরিচালক মোঃ মাঈন উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, দৈনিক মানবজমিনের পশুরাম প্রতিনিধি এম এ হাসান, দাগনভুইয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনাম হোসেন, ডেইলি ট্রাইবুনাল ফেনী প্রতিনিধি ও আজকের প্রতিক্রিয়া’র প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সর্বস্তরের সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :