বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সোনাগাজী প্রেসক্লাবের আলোচনা সভা

‘মিডিয়া ফর ডেমোক্র্যাসি: জার্নালিজম অ্যান্ড ইলেকশন্স ইন টাইমস ডিজইনফরমেশন’ এই স্লোগানকে সামনে রেখে ভিডিও কনফারেন্সে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
রোববার বিকাল পাঁচটায় সোনাগাজী প্রেসক্লাবের আয়োজনে ভিডিও কনফারেন্সে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা হয়।
এতে সংগঠনের সহ-সভাপতি মেহরাব হোসেন মেহেদীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি সৈয়দ মনির আহমদ।
এ সময় উপস্থিত ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন- জহিরুল হক সজীব, গাজী হানিফ, ছালাহ উদ্দিন, বাহার উল্লাহ, আফতাব হোসেন, মমিন ভুঞা, কবি মহি উদ্দিন খোকন, আবদুর রহিম, নুর আলম, কমরেড আবু তাহের প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৯৩ সাল থেকে আন্তর্জাতিকভাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়ে আসছে। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী জাতিসংঘ প্রতি বছরের ৩ মে’কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে এবং ১৯৯৩ সাল থেকে এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়।