বর্তমান আওয়ামী লীগ বনাম তালেব আলী

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার এবিএম তালেব আলী নৌকা প্রতিকে নির্বাচন করে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
প্রথমবার পাকিস্তানি সামরিক সরকার, দ্বিতীয় বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সরকার ও তৃতীয় বার দেশের প্রথম স্বৈরশাসক এর সরকার আমলে সংসদ সদস্য হিসেবে দায়ীত্ব পালন। ৯১সালের জাতীয় নির্বাচনে জনতার ভোটে নির্বাচিত হয়েও ফেনীর তৎকালিন স্বার্থপর নেতাদের কারনে বিজয়ি হতে পারেন নি।
শিক্ষকতা ও রাজনৈতিক (৭০ বছর) জীবনে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব, সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় ৫০বছর আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত ছিলেন। অসংখ্য নেতাকর্মী সৃষ্টি করেছেন। এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।
গুণী এই রাজনীতিবিদ, নিবেদিত সমাজসেবক ও শিক্ষাবিদ জীবনের শেষ কয়েকটি বছর বার্ধক্যজনিত রোগ নিয়ে ফেনীর বাসায় একাকি ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার চিকিৎসার খরচ দিয়েছিলেন। কখনো খবর নেয়নি সোনাগাজীসহ ফেনীর আওয়ামীলীগ।
মৃত্যুর পর তিনশ পঁয়ষট্টি (এক বছর) দিন পেরিয়ে গেলো সোনাগাজীসহ ফেনীর আওয়ামীলীগ স্মরণসভা অথবা নুন্যতম স্মরন করেনি। তার কবরেও কোনো দায়ীত্বশীল নেতা বা জনপ্রতিনিধিকে যেতে দেখা যায়নি। মৃত্যুর প্রথম সপ্তাহে সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ’র আয়োজনে ছোট পরিসরে একটি স্মরণসভা হয়।
প্রশ্ন হলো সোনাগাজীসহ ফেনীর আওয়ামীলীগ কেন তাঁকে অস্বীকার করতে চায়, কেন তাঁর প্রতি এমন বিরুপ আচরণ, কেন তাঁর অবদান ও কর্মকান্ডের স্বীকৃতি দিতে চায়না ?
জনমত অনুযায়ী এসব প্রশ্নের উত্তর হলো, সোনাগাজীসহ ফেনীর বর্তমান আওয়ামীলীগ এবিএম তালেব আলী সম্পর্কে না জানারই কথা। কারন এদের অনেকের রাজনৈতিক ক্যারিয়ার শুরুর আগেই স্থানীয় রাজনীতি ছেড়ে দিয়েছিলেন তিনি। আবার তালেব আলীর যারা সহচর এবং কর্মী ছিলেন, যারা ছাত্রলীগ -যুবলীগ করে আওয়ামীলীগ করছেন, যারা দুঃসময়ে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আওয়ামীলীগে সম্পৃক্ত আছেন, তারা কেউ বর্তমান সোনাগাজীসহ ফেনীর আওয়ামীলীগের চালকের আসনে নেই। কেউই দায়ীত্বশীল অবস্থানে নেই। এর পরিবর্তন হলে হয়তো এক সময় সোনাগাজীসহ ফেনীর আওয়ামীলীগ এই কালজয়ী নেতাকে স্মরণ করবেই।
প্রসঙ্গত, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এবিএম তালেব আলী মঙ্গলবার (৭ মে ২০১৯ ) সকাল ৯টায় ফেনী শহরের নাজির রোড়স্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়ষ ছিল ৮৯বছর।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবিএম তালেব আলী ফেনী-৩ সংসদীয় আসন থেকে যথাক্রমে ১৯৭০ সাল, ১৯৭৩ সাল ও ১৯৭৯ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ওইদিন (৭মে) সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে চর মজিলিশপুর গ্রামে তাঁর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
লেখক : সভাপতি -সোনাগাজী প্রেসক্লাব, ফেনী
সহ সভাপতি – বিএমএসএফ ফেনী,
নির্বাহী সদস্য – ফেনী’ প্রেসক্লাব। সম্পাদক -বাংলারদর্পন