বরকে অস্ত্রের মুখে জিম্মি করে সিনেমাস্টাইলে বরযাত্রীর সামনেই নববধুকে অপহরণ !

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪২ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

জি এস নিউজ ডেস্ক: শনিবার রাতে বরযাত্রীসহ নতুন বরের সাথে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসীর হাতে অপহরনের শিকার হয়েছেন এক নববধু । একটি প্রাইভেট কার ও ৮/১০ টি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত প্রকাশ্য রাস্তায় সিনেমাস্টাইলে আকস্মিক আটকে দেয় বরযাত্রীর গাড়ি।  শনিবার রাত ১১টার দিকে সিলেটের টুকেরবাজার রোডের তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটে।

মুহুর্তেই কেও কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তের দল অস্ত্রের মুখে জিম্মি  করে নতুন বরকে। তবে সিনেমাস্টাইলে নববধু অপহরণের সময় একই কায়দায় নববধুর অপহরণ ঠেকাতে পারেনি বর কিংবা বরযাত্রীর কেওই । এ সময় বরযাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে এ সর্ম্পকে কোন তথ্য জানা যায়নি।

ঘটনার আকস্মিকতায় ভয়ে ‘ডাকাতের আক্রমন’ ভেবে বেশিরভাগ বরযাত্রীদের দৌড়ে পালানোর মধ্যেই বরপক্ষের নিকট থেকে নববধূকে অপহরণ করে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাতে ওসমানী মেডিকেলের সামনে একটি মাইক্রোবাস থেকে অপহরনের শিকার ঐ নববধুকে উদ্ধার করে হাসপাতাল ফাঁড়ি পুলিশ। ওই ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া দুই যুবক  হলেন, সিলেটের জকিগঞ্জ উপজেলার বড়গ্রাম গ্রামের মৃত রঞ্জন নাথের ছেলে সুশান্ত দেবনাথ (৩০) ও সুনামগঞ্জের বড়পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে রবি মিয়া (২৫)।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের দিরাইয়ের সুতারগাঁওয়ের রবিন্দ দেবনাথের ছেলে নিখিলেস দেবনাথের (২৭) সঙ্গে শুক্রবার বিয়ে হয় কোম্পানীগঞ্জের জীবনপুর গ্রামের অকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথের। শনিবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করে বরপক্ষের লোকজন কনে নিয়ে দিরাইর উদ্দেশে রওয়ানা হন। সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখি পয়েন্টে আসামাত্র সাত-আটটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আসা অস্ত্রধারী দুর্বৃত্তরা বরযাত্রীবাহী গাড়ীর গতিরোধ করে। এরপর তারা বরকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূকে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল আফসার সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘বরযাত্রীদের আর্তচিতকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এরপর স্থানীয়রা নিকটস্থ থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের টহল দল। তাৎক্ষনিক আশেপাশের সব পয়েন্টে ওয়াকিটুকি সহ মোবাইলে জানিয়ে দেয়া হয় সবখানেই। এরপর কয়েকঘন্টা  ব্যপক অভিযান চালিয়ে নববধুকে উদ্ধার করে পুলিশ।

ওসি নুরুল আফসার সময়ের কণ্ঠস্বরকে জানান,  এসময় অপহরনের সাথে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ ।

আপনার মতামত লিখুন :