চাঁপাইনবাবগঞ্জে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক আট

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৯ এএম, ০৬ মার্চ ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের কন্সটেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৫ লাখ টাকাসহ হাতেনাতে ৮ জনকে আটক করেছে পুলিশ এদের মধ্যে জালিয়াত চক্রের এক হোতাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।আটক আটজনের মধ্যে ছয়জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাকি দুইজনের বাড়ি রংপুর ও শেরপুরে।

 

আটক জালিয়াত চক্রের হোতা সেতু মণ্ডলের বাড়ী রংপুরের পীরগঞ্জ উপজেলার সাহাপুরে এবং তার এক সহযোগী মোকারম হোসেনের বাড়ী শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা নামক গ্রামে ।

সোমবার দুপুর আড়াইটায় চাপাই নবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এসব তথ্য জানান।

 

মোজাহিদুল ইসলাম জানান, চক্রটি টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীর পরিবর্তে মেধাবী কাউকে দিয়ে লিখিত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিতো।

 

তিনি আরো জানান, পুলিশ কনস্টেবল  নিয়োগের লিখিত পরীক্ষায় বেশি নম্বর পাওয়া দুই প্রার্থী মৌখিক পরীক্ষায় এসে আশানুরূপ উত্তর দিতে না পারায় পুলিশের এই বিষয়ে সন্দেহ হয়। পরে ওই দুই পরীক্ষার্থীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।

 

পরে তাঁদের দেওয়া তথ্যে অনুযায়ী গত ৩ মার্চ থেকে  চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় অভিযান চালিয়ে এই জালিয়াত চক্রকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আপনার মতামত লিখুন :