রাজীবের মৃত্যুর দিনে সড়কে হাত হারালেন আরেকজন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২০ এএম, ১৮ এপ্রিল ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>

দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রথমে হাত হারানো তরুণ রাজীবের মৃত্যুর দিনই সড়কে হাত হারালেন আরও একজন। গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় হাত বিচ্ছিন্ন হয়ে গেছে একটি বাসের চালকের সহকারী খালিদ হাসান হৃদয়ের।

 

 

হৃদয় গোপালগঞ্জের পুলিশ লাইনের কাছে একটি বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করেন। তিনি টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি বাসে কাজ করতেন। মঙ্গলবার সকালে দুর্ঘটনার পর তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

 

 

 

এই হাসপাতালেই চিকিৎসাধীন রাজীব মারা গেছেন মঙ্গলবার প্রথম প্রহরে। গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসির একটি দ্বিতল বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে থাকার সময় স্বজন পরিবহনের একটি বাসের চাপে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে।ওই দুর্ঘটনায় মাটিতে লুটিয়ে পড়া রাজীবের মস্তিষ্কেও আঘাত লেগেছিল আর এতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন  চিকিৎসকরা।

 

 

 

তবে হৃদয়ের মস্তিস্কে কোনো আঘাত লাগেনি। আর এ কারণে তাকে বাঁচিয়ে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ঢাকা মেডিকেলের চিকিৎসকরা।

হৃদয়ের বাবা রবিউল ইসলাম মিনা জানান, সকাল সাড়ে ১০টার দিকে তার ছেলের বাসটি বেতগ্রাম এলাকায় দাঁড়িয়েছিল। আর হৃদয় বাসের পিছনের আসনে বসেছিলেন। এ সময় তার বাহু বাইরে বের করা ছিল। এ সময়ে পেছন থেকে একটি ট্রাক সজোরে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি কয়েকশ গজ দূরে গিয়ে থামে। আর এই ধাক্কার সময় জানলার ধাক্কায় হাত কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে হৃদয়ের।

 

 

 

 

হৃদয়কে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকাল সাড়ে পাঁচটার সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রবিউল ইসলাম মিনা বলেন, ঢাকা মেডিকেলে আনার পর তার ছেলেকে নিউরো সার্জারি বিভাগের ১০৩ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক হৃদয়ের সিটিস্ক্যান করে দেখেছেন। তারা বলেছেন হৃদয়ের মস্তিস্কে কোন ক্ষতি হয়নি। বর্তমানে হৃদয় অর্থপেডিক চিকিৎসকদের অধীনে রয়েছেন।

 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন এই দুর্ঘটনার পর ট্রাক ও বাসের চালককে তারা আটক করেছেন।

আপনার মতামত লিখুন :