সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সিইসির পদত্যাগ দাবি করেছেন সাংবাদিক নেতারা

স্টাফ রির্পোটারঃ>>>
আজ বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দোহার নবাবগঞ্জে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার পদত্যাগের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
তারা বলেন, সিইসি পদত্যাগ করলেই বর্তমান সংকট অনেকটা কেটে যাবে। নির্বাচন কমিশন যেভাবে সরকারের পক্ষ নিয়ে কাজ করছে। সেখানে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।
তারা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের সম্পূর্ণ দায়-দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর বর্তায়। কিন্তু বর্তমান প্রধান নির্বাচন কমিশন সেটা করছে না। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত তো দূরের কথা, বরং দেশব্যাপী চলছে নির্যাতন, হামলা মামলা।
এ হামলা থেকে সাংবাদিকরা পর্যন্ত রক্ষা পাচ্ছে না। দোহার নবাবগঞ্জসহ সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানো হয়।
আগামীকালের মধ্যে সাংবাদিকদের ওপর চিহ্নিত এসব হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। পেশাগত কাজে সাংবাদিকদের ওপর হামলা কখনোই গণতন্ত্রমনা হতে পারে না।
পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের সহযোগীতা চাই। গণতন্ত্র রক্ষার সাথে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন রাখবেন এটাই জাতি প্রত্যাশা করে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন, দৈয়দ আবদাল আহমেদ, নুরুল আমিন রোকন, শাহিন হাসনাত, আফজাল বারি, খন্দকার আলমগীর হোসেন, জাকির হোসেন প্রমুখ।