জাফর ইকবালকে হামলার চক্রান্তকারীদের পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

স্টাফ রিপোর্টারঃ>>>
সিলেটে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকে সাম্প্রদায়িক শক্তির চক্রান্ত দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই হামলা যে একটা চক্রান্ত এটা সত্য। চক্রান্ত তাদের, যাদের বিএনপি পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কে ঘটনা ঘটিয়েছে, কারা কারা তাকে দিয়ে ঘটনা ঘটিয়েছে এ বিষয়টা এরইমধ্যে পরিষ্কার হয়ে গেছে।
৭ মার্চের জনসভা উপলক্ষে রোববার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কাদের বলেন, অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালিয়ে সাম্প্রদায়িক শক্তি জানিয়ে দিয়েছে, তারা আরও ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে। এ পরিস্থিতিতে ৭ মার্চের জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, জাফর ইকবালের হামলাকারী নিজেই স্বীকার করেছে, জাফর ইকবাল ইসলামবিরোধী বই লেখার জন্য তার উপর হামলা করেছে। তবে জাফর ইকবাল কোন ইসলামবিরোধী বই লিখেছেন আমাদের জানা নেই।
প্রধানমন্ত্রী নিজে জাফর ইকবালের চিকিৎসার খোঁজ রাখছেন জানিয়ে কাদের আরও বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িক বিষবৃক্ষকে যারা লালন করছে, পালন করছে, সেই শক্তি আজকে ধর্মের নামে আমাদের দেশের প্রগতিশীল বুদ্ধিজীবীদের ওপর হামলা করছে। এর আগেও কয়েকটি হামলা হয়েছে এবং জাফর ইকবালের ভাগ্য ভালো যে তিনি বেঁচে আছেন।
হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, এর নেপথ্যে একটা অশুভ শক্তি আছে বলে আমাদের বিশ্বাস। তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার গাফলতির সুযোগ নেই।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা দক্ষিণের ছাত্রলীগ সভাপতি বায়জিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।