বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল সভাপতি

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩০ এএম, ২৭ নভেম্বর ২০১৮

অনলাইন রিপোর্ট:>>>

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজীব আহসান। বরিশাল-৪ আসন থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে  তাকে চিঠি দেওয়া হয়েছে দল থেকে।

ছাত্রদলের বর্তমান কমিটির নেতাদের মধ্যে যারা বিএনপির মনোনয়ন ফরম কিনেছিলেন তাদের মধ্যে এখনও পর্যন্ত রাজীব আহসানই একমাত্র, যিনি দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন।

রাজীব আহসান একইসাথে ছাত্রদলের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাস দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইছে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার।  তারা বলছেন, সভাপতি হিসেবে রাজীব আহসানের ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন করেছে দল।  একইসাথে মূল্যায়ন করা হয়েছে ছাত্রদলকে, তাই তারা খুশি।

এর আগে রবিবার রাতে দলীয় মনোনয়নের দাবিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। যাতে নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি এজমাল হোসেন পাইলট সহ মনোনয়ন প্রত্যাশীরা। এসময় তাদের পক্ষে মনোনয়ন চেয়ে স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে বিএনপির মনোনয়ন পত্যাশীদের চিঠি দেওয়ার আনুষ্ঠানিকতা। এখন পর্যন্ত যেসব আসনে মনোনয়নপ্রাপ্তদের চিঠি দেওয়া হয়েছে তার মধ্যে ছাত্রদল থেকে একমাত্র রাজীব আহসান মনোনয়ন পেলেন। তবে আসনটিতে তার পাশাপাশি বিএনপির আরেক নেতা মেজবাহ উদ্দিনকেও দেওয়া হয়েছে দলীয় মনোনয়নের চিঠি। তবে ছাত্রদলের নেতাকর্মীদের বিশ্বাস– শেষ পর্যন্ত সংগঠনের সভাপতিই বরিশাল-৪ থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান নরসিংদী-৩ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু ওই আসনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :