নির্বাচনী প্রচারকালে বিএনপি প্রার্থী আশফাক আটক
স্টাফ রিপোর্টার: >>>
ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) দোহার উপজেলায় নির্বাচনী প্রচারকালে বিএনপির মনোনীত প্রার্থী খোন্দকার আবু আশফাকসহ ২০/২৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়পাড়া করমআলীর মোড় থেকে তাদের আটক করা হয়।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম বিষয়টি জিএস নিউজ কে নিশ্চিত করেছেন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন জিএস নিউজকে জানান, ঘটনাস্থলে সহিংসতা হওয়ার সম্ভাবনা দেখে তাকে নিরাপদে রাখার জন্য থানায় আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে ছেড়ে দেওয়া হবে।



