আগামীকাল ফেনী আসছেন মির্জা ফখরুল

সোনাগাজী প্রতিনিধি:>>>>
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ফেনী আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ ডিসেম্বর বুধবার বিকালে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়াও বিএনপির স্থায়ী ভাইস চেয়ার আবদুল আউয়াল মিন্টু, ফেনী-২ (সদর) আসন বিএনপির প্রার্থী জয়নাল আবদিন ভিপি, ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপি প্রার্থী আকবর হোসেন চৌধুরী, বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, নানা প্রতিকুল পরিস্থিতির পরও সোনাগাজীতে নির্বাচনী সমাবেশের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। সমাবেশে দলীয় মহাসচিবসহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।