ভোটের দিন ‘ভূয়া ডিসকাউন্ট’ বিজ্ঞাপন দিয়ে বিএনপি প্রার্থীকে নাজেহাল!

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১০ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

জিএস নিউজ ডেস্ক:>>>

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ফেনী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি  ডিসকাউন্টের তথ্য নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে দলীয় নেতাকর্মীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কারো সাথে তেমন যোগাযোগ করতে পারেননি তিনি।

 

ফেনী পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল বলেন, ভোটের দিন সকাল থেকে ফেনী-২ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল অবেদীনের ভিপির মোবাইল-ফোনে সারাক্ষণ ফোন আসতে থাকে অপরিচিত নাম্বার থেকে। যারা ফোন করছে তারা ‘ডিসকাউন্ট’ এর কথা বলছে, যার উত্তর জানা নাই জয়নাল আবদিন ভিপি সাহেবের। তাদের ফোনের অত্যাচারে তাকে কেউ ফোনে পাচ্ছেননা আবার তিনি কোথায়ও ফোন করতে পারছেননা। যারা ফোন করছে তাদেরকে গালমন্দ করেও পরিত্রাণ মিলছেনা। পরে একজন ফোনকারীর সাথে বিস্তারিত কথা বলে জানা গেল, ৩০ ডিসেম্বর ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকায় নামি কোম্পানির ফোন সেটের উপর ‘ডিসকাউন্ট’ দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাতে এ নম্বরটি দেয়া হয়েছে।

 

তিনি আরো জানান, ওই দিন ‘কালের কণ্ঠ’ পত্রিকার ৬ পৃষ্ঠায় একই ধরণের চারটি বিজ্ঞাপন ছাপা হয়েছে। সেখানে প্রথম বিজ্ঞাপনে বিএনপি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির দুটি মোবাইল নম্বরসহ আরো দুটি নম্বর দেয়া হয়েছে যা প্রয়াত বিএনপি নেতা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মোশাররফ হোসেনের। চারটি নম্বরের মধ্যে একটি ছাড়া বাকীগুলো বন্ধ রয়েছে।

 

এ বিষয়ে বিএনপি প্রার্থী জয়নাল আবদীন ভিপি জানান, সুপরিকল্পিতভাবে আমাকে নাযেহাল করার জন্য এমনটি করা হয়েছে। দুনিয়ার আর কোন অপব্যবস্থা নেই যা এ নির্বাচনে প্রয়োগ করা হয়নি।

আপনার মতামত লিখুন :