বিমানবন্দরে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৫ পিএম, ১১ মার্চ ২০১৯

অস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক)।

সোমবার (১১ মার্চ) বিকেলে তাকে আটক করা হয়।

আটক মেহেদী মাসুদ হোসেন যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়নের চেয়ারম্যান। আটকের পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন বলেন, অস্ত্রের ঘোষণা না দিয়ে বিমানবন্দরের গেট দিয়ে ভেতরে প্রবেশের সময় ওই আওয়ামী লীগ নেতার সঙ্গে থাকা অস্ত্র ও গুলি ধরা পড়ে। পরে তার কাছ থেকে সাতটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী একটি ফ্লাইটে ‘অস্ত্রের’ মুখে পাইলট-ক্রুদেরকে জিম্মি করে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন এক যুবক। ওই ফ্লাইট চট্টগ্রামে অবতরণের পর ইমার্জেন্সি গেট নিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ার পর কমান্ডো অভিযানে নিহত হন তিনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেটি ছিল ‘খেলনা পিস্তল’।

ওই ঘটনার পর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এমন আলোচনার মধ্যেই গত ৫ মার্চ শাহজালাল বিমানবন্দনে অস্ত্র নিয়ে প্রবেশ করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তবে বিমানবন্দরের স্ক্যানারে তার অস্ত্র ধরা পরেনি বলে দাবি করেন তিনি।

ওই ঘটনার পর গত ৯ মার্চ শাহজালাল বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ করেন মোহাম্মদ মামুন আলী নামের এক যাত্রী।

আপনার মতামত লিখুন :