ট্রাভেলস এজেন্ট ফ্রেন্ডস ক্লাব অব ফেনী’র আনন্দ ভ্রমণ সম্পন্ন

ফেনী প্রতিনিধি:>>>
শত কর্মব্যস্ততা থেকে নিজেদের কিছুটা প্রশান্তি দিতে এবং প্রকৃতির সাথে নিজেদের অবগাহন করাতে ট্রাভেলস এজেন্ট ফ্রেন্ডস ক্লাব অব ফেনী’র সদস্যরা প্রথমবারের মতো আনন্দ ভ্রমণ উদ্যাপন করলেন।
ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম (হাজী জাফর ট্রাভেল এন্ড ট্যুরস) ও যুগ্ন আহবায়ক সাইফুল ইসলামের (আল গাজী ট্রাভেল এন্ড ট্যুরস) নেতৃত্বে বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত (দুইদিন তিন রাত) এই আনন্দ ভ্রমণ শেষে ক্লাব সদস্যরা রোববার ভোরে সকলে নিরাপদে ফেনী এসে পৌঁছেছেন।
বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন অর্থাৎ প্রাকৃতিক বালুময় কক্সবাজার সমুদ্র সৈকত, হিমছড়ির পাহাড়ের ঝরনা ও চট্টগ্রামের মহামায়া ইকোপার্ক ভ্রমণ করেন ক্লাব সদস্যরা।
আনন্দ ভ্রমণকে প্রাণবন্ত করে তুলেছেন- ওমর ফারুক (আল ফারুক ট্রাভেল), মোঃ দুলাল (কেয়ার ইন্টারন্যাশনাল), ইকবাল হোসেন (মক্কা-মদিনা হজ্ব কাপেলা), নিজাম উদ্দিন (হাইট্রেড ইন্টারন্যাশনাল), মোঃ মামুন (কম্পোর্ট হজ্ব কাপেলা), আতিক চৌধুরী (চৌধুরী ইন্টারন্যাশনাল), নাছির উদ্দীন (ফেনী সিটি ট্রাভেলস) প্রমুখ।
ট্রাভেলস এজেন্ট ফ্রেন্ডস ক্লাব অব ফেনী’র এই আনন্দ ভ্রমণ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সফলতার সাথে সম্পন্ন হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ও ক্লাব নেতৃবৃন্দ।