নগ্ন ভিডিও ছাড়ার হুমকি দিয়ে ভাঙ্গুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ

পাবনার ভাঙ্গুড়ায় নগ্ন দৃশ্যসংবলিত ভিডিও ইন্টার নেটে ছাড়ার হুমকি দিয়ে স্কুলছাত্রীকে এক বছর যাবৎ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ঘটনার শিকার ছাত্রী একই ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সামাদ, সমাজের প্রধান কৃষ্ণ সূত্রধর, সুভাষ ও মহাদেব সূত্রধরের কাছে এ বিষয়ে অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটে ভাঙ্গুড়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেন্দা পালপাড়া গ্রামে। সে ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ও ২০১৮ সালের বাণিজ্য বিভাগ থেকে জনৈক এসএসসি পরীক্ষার্থী। সে দক্ষিণ মেন্দা পালপাড়া গ্রামের হতদরিদ্র হতভাগা এক দিনমজুরের মেয়ে।
অভিযোগে জানা গেছে, ওই ছাত্রীর পাশের বাড়ির চৈতন্য সূত্রধরের ছেলে বখাটে কার্তিক (৩২) ওই মেয়ের দূর সম্পর্কে চাচা। মেয়ের বাবার দরিদ্রতা ও দূর সম্পর্কের আত্মীয়তার সুবাদে অবাধে ওই বাড়িতে যাতায়াত করত।
সে কৌশলে মেয়ের অজান্তে নগ্ন দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। সেই ভিডিও ইন্টার নেটে প্রকাশ করার ভয়ভীতি দেখিয়ে প্রথমে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এর পরে এক বছর যাবৎ তাকে বিভিন্ন স্থানে নিয়ে গোপনে ধর্ষণ করে। মেয়েটি বিবাহের কথা বললে কার্তিক বলে, এসএসসি পরীক্ষা শেষ হলে তাকে পারিবারিকভাবে বিয়ে করে ঘরে তুলবে। গত বুধবার রাতে বখাটে কার্তিককে ওই ছাত্রীর বাড়িতে হাতেনাতে আপত্তিকর অবস্থায় তার মা দেখে ফেললে সে দৌড়ে পালিয়ে যায়। আর তখন থেকেই সে পলাতক রয়েছে।
এদিকে মেয়ের মা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, এ মুখ আমি কিভাবে মানুষকে দেখাব। অন্যায় যে করেছে সেই কার্তিক এখন আমার মেয়েকে বিয়ে করুক। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।