সোনাগাজীতে মুক্তিযোদ্ধার স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী সহ গ্রেফতার৩

নিজস্ব প্রতিবেদকঃ>>>>
ফেনীর সোনাগাজীতে শাহানারা আক্তার (৫৫) নামে এক গৃহবধুর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ৪ সন্তানের জননী এবং নতুন শেখ বাড়ির শেখ সিরাজুল ইসলামের স্ত্রী।
শুক্রবার সকাল ১০টার দিকে সোনাগাজী পৌর এলাকার ৮নং ওয়ার্ডের সোনাগাজী কলেজ সংলগ্ন নতুন শেখ বাড়ির নিজ ঘরের শয়ন কক্ষ থেকে গৃহবধুর মর দেহ উদ্ধার করা হয়। এসময় রক্তমাখা একটি ছুরি ও একটি দা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধুর স্বামী মুক্তিযোদ্ধা শেখ সিরাজুল ইসলাম, গৃহ পরিচারিকা হালিমা খাতুন ও গৃহ কর্মচারী মো. রানাকে আটক করা হয়েছে। পুলিশ, এলাকাবাসী ও নিহতার পরিবার জানায়, সকাল সাড়ে নয়টার দিকে তার শয়ন কক্ষে খাটের উপর ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে স্বামী সহ গৃহ কর্মচারীরা জবাই করে হত্যা করতে পারে। এদিকে আটককৃত সিরাজুল ইসলাম ঘটনার জন্য কাউকে দায়ী না করে বলেন, তার স্ত্রী দীর্ঘ দিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তার ধারণা সে নিজে নিজে ছুরি দিয়ে জবাই হয়ে আত্মহত্যা করতে পারে। ঘটনার জন্য তিনি কাউকে দায়ী করেননি।
সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে জবাই করে হত্যা বলে মনে হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।