গুলি করে’ পালানোর সময় হাতিরঝিলে অস্ত্রসহ ধরা

প্রধান প্রতিবেদক:>>>
শনিবার দুপুরে মেরুল বাড্ডা মাছ বাজার এলাকায় গুলিবিদ্ধ হন বাদশা, সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, বেলা ১টার দিকে কয়েকজন সন্ত্রাসী বাদশাকে খুব কাছ থেকে গুলি করে। তারপর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ ধাওয়া করে হাতিরঝিলে নুরুল ইসলাম নামে একজনকে রিভলবারসহ ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পিটুনিতে আহত নুরুলকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
নিহত বাদশার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।তবে নুরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, “নুরুল ও বাদশা একই গ্রুপের বলে জানা গেছে। নিজেদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধের জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে আরও তিনজন ছিল। তারা পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বাজারে মাছের আড়তের পেছনে টয়লেটের কাছে বাদশাকে গুলি করা হয়। গুলির শব্দ শুনে মাছের আড়তের ব্যবসায়ীরা দেখেন কয়েকজন পালিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজন গুলি করতে করতে পালাচ্ছিল। কয়েকজন মিলে তাকে ধাওয়া করে। এক পর্যায়ে তার (নুরুল) অস্ত্রের গুলি শেষ হয়ে গেলে সে দৌড়ে হাতিরঝিলের দিকে রামপুরা ব্রীজ থেকে শুকনা স্থানে লাফ দেয়। এতে তার পা ভেঙে যায়।
এ সময় স্থানীয় লোকজন কাছে গিয়ে বেশ পিটুনি দেয়।পরে সেখানে থাকা ট্রাফিক পুলিশ গিয়ে তাকে আটক করে।