দাগনভূঞায় জোর করেএক নারীর ফসলি জমির মাটি কেটে নিয়েছে ইট ভাটার মালিক

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৭ এএম, ১৯ মার্চ ২০১৮

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:>>>

দাগনভূঞা পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর জগতপুরে র বিবিএমসি ইটভাটার মালিক আবদুল হান্নান জোর করে সুলতানা নাসরিন সুমি নামে এক অসহায় নারীর ৮ শতাংশ জমির মাটি কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সুমি পৌরসভার অভিরাম পুর গ্রামের হাজী আবুল খায়েরের মেয়ে। তিনি বর্তমানে চট্রগ্রামে অবস্থান করছেন। জমিটি ২০৬ নং হাল ৯৯ নং জজগতপুর মৌজায় অবস্থিত। তিনি এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

 

গত ১৯ ফেব্রুয়ারি তিনি লিখিত অভিযোগ দিলেও এর পরও ২ বার জোর করে তার জমিনের মাটি কেটে নিয়ে যায়। অভিযোগে সুমি জানান,হান্নান তার ইটভাটার পাশে অবস্থিত আমার জমিটি বিক্রি করার দীর্ঘদিন যাবত চাপ দিয়ে আসছে।তার কাছে জমি বিক্রি করতে রাজী না হওয়ায় ড্রেজার মেশিন দিয়ে ১০ ফুট মাটি কেটে নিয়ে যায়। বর্তমানেও বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে।ফলে আমি নিরাপত্তা হীনতায় ভূগছি। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ভূইয়া অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য দাগনভূঞা থানার ওসিকে অনুরোধ করা হয়েছে।

 

দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। ইটভাটার মালিক আবদুল হান্নানের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :