পেছাল এএসপি মিজান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৪ পিএম, ০৫ এপ্রিল ২০১৮

স্টার্ফ রিপোর্টার:>>>

হাইওয়ে রেঞ্জের (সাভার সার্কেল) সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম এ দিন ধার্য করেন।ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে জিএসনিউজ অনলাইনকে জানান, আজ(৪ই এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম) পরিদর্শক সিরাজুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে না পারায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।

 

নথি থেকে জানা যায়, গত বছরের ২১ জুন রাজধানীর রূপনগর থানার মিরপুর বেড়িবাঁধের রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশ উদ্ধার করা হয়।

ওই দিন রাতেই নিহতের ছোট ভাই মাসুম তালুকদার রূপনগর থানায় একটি মামলা করেন।

আপনার মতামত লিখুন :