সাতক্ষীরার কলারোয়া ৬৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪৭ পিএম, ১১ এপ্রিল ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

সাতক্ষীরার কলারোয়া চান্দুড়িয়া সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে আনা ফেনসিডিলের একটি বড় চালান উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ।

 

আজ বুধবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইঞ্জিনচালিত ভ্যানের ভেতরে করে পাচারের উদ্দেশ্যে সীমান্ত থেকে কলারোয়া সদরের দিকে আসার পথে সীমান্তবর্তী কাদপুর গ্রামের দক্ষিণপাড়া মাঠের রাস্তায় পুলিশ মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে।

 

এ সময় সীমান্তের মাদক ব্যবসায়ী আজগর আলী ও তার সহযোগী চালক ভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ইঞ্জিনচালিত ভ্যানের ভেতর রাখা ৬৯৪ বোতল ফেনসিডিল ও একটি ইঞ্জিনচালিত ভ্যান জব্দ করে পুলিশ।

 

কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, পালিয়ে যাওয়া আজগর আলী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত আছে। ফেনসিডিল উদ্ধারের ব্যাপারে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :